আসসালামু আলাইকুম , আজ আমি আপনাদেরকে শেখাবো কি ভাবে আপনি কাউকে না জানিয়ে অন্যের wifi password বের করে আপনার মোবাইল কানেক্ট করে ইন্টারনেট ব্রাউস করবেন। পুরো প্রসেসটি জানতে হলে আর্টিকেলটি পড়ুন।
কিভাবে অন্যের wifi password বের করবেন
আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে আগে ওয়াইফাই কানেক্ট করে ইন্টারনেট চালাই কিন্তু সেই wifi password টি আমরা সেভ করে রাখি না কিংবা সেভ করে রাখলেও পরে সেটাকে মনে করতে পারি না বা যখন পাসওয়ার্ড চেঞ্জ করে তখন আর সেভ করে রাখা পাসওয়ার্ড দিয়ে কাজ হয় না। এরকম অনেক সময়ই হয়। তবে স্কুল, অফিস অথবা কফিশপ যেখানেই হোক না কেন wifi password টি সংরক্ষণ করে রাখা উচিত। কিন্তু এটি যদি পরবর্তীতে অটোমেটিকভাবে সংযোগ না পায় তাহলে আপনাকে ছোট একটি কাজ করতে হবে। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে আপনি যে কারোর wifi password সহজে খুঁজে বের করতে পারবেন..
মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম
আপনি যে বন্ধুর থেকে তার wifi password টি মোবাইলে সেট করে নিলেন কিন্তু password টি জানতে চাওয়া সত্ত্বেও আপনার বন্ধু আপনাকে বলতে না চাইলে এই টিপসটির মাধ্যমে আপনার বন্ধুকে তার wifi password টি তাকে শুনিয়ে চমকে দিতে পারেন৷
তবে এই পদ্ধতিতে ওয়াফাই পাসওয়ার্ড জানার জন্য আপনার মোবাইলটি রুট করা থাকতে হবে৷ অন্যথায় এই উপায়ে মোবাইলে Wifi password বের করা সম্ভব হবেনা।
রুট করা মোবাইলে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম :
- প্রথম আপনার মোবাইলটি রুট করা না থাকলে রুট করে নিতে হবে। এজন্য আপনি kingo root নামক অ্যাপটি ডাউনলোড করতে পারেন৷ অ্যাপটি ইনস্টলের পরে ওপেন করলে one click root নামক একটি অপশনে ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হয়ে যাবে৷
- রুট করা হয়ে গেলে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে File explorer root browser নামক অ্যাপটি ইনস্টল করুন।
অ্যাপটি ওপেন করে উপরের বাম দিকে তিনটি ডট এর চিহ্নটিতে ক্লিক করে root dictionary অপশনটি ওপেন করুন৷ - অপশনটি ওপেন হলে নিচের দিকে data নামক ফোল্ডারটিতে ক্লিক করুন।
- misc নামক একটি অপশন পাবেন সেটা ওপেন করুন। কিছু ফাইল দেখতে পাবেন তার মাঝে wifi লেখা ফাইলটি ওপেন করুন
- wifi ফাইলটির নিচের দিকে wpa_supplicant.conf নামক ফাইল দেখতে পাবেন৷ ফাইলটি ওপেন করলে নিচের দিকে wifi এর username ও password খুঁজে পাবেন।
সাধারণত কোনো মোবাইলই রুট করা থাকে না, যার ফলে এসব ফাইল খুঁজে পাওয়া যায় না৷ আপনি এই পদ্ধতির মাধ্যমে আপনার মোবাইলে যেসব wifi কানেক্ট করা আছে সেই সব গুলোর password সহজেই জানতে পারবেন৷
QR code এর দিয়ে wifi password বের করার নিয়ম
আপনি চাইলে মোবাইলে QR code দ্বারা আপনার wifi password টি জানতে পারেন। QR code এর দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড বের করার নিয়ম :
- মোবাইলের সেটিংসে Wifi অপশনটিতে গিয়ে যে wifi এর সাথে কানেক্ট আছেন সেটি কিছু সময় ট্যাপ করে ধরে থাকুন
- ট্যাপ করে ধরে রাখার একটু পর আপনি সেখানে একটি QR code দেখতে পারবেন। কোডটির একটি স্ক্রিনশট নিয়ে নিন৷
- স্ক্রিনশটটি থেকে শুধু QR code টি ক্রপ করে নিন৷
- এবার zxing.org নামক ওয়েবসাইটটি ওপেন করুন।
- সেখানে একটি বক্সে upload a file নামক অপশন পাবেন৷ মাঝে choose file এ ক্লিক করে আপনি যে QR code টি ক্রপ করে রেখেছিলেন সেটা সিলেক্ট করুন৷
- বক্সের শেষে submit অপশনে ক্লিক করলে একটি ইন্টারফেস দেখতে পাবেন যেখানে আপনি আপনার wifi password টিও জানতে পারবেন।
ওয়াইফাই পাসওয়ার্ড বের করার সফটওয়্যার
বর্তমানে আমাদের বিভিন্ন সেবা প্রদানের জন্য অনেক অ্যাপ বের হয়েছে। ওয়াইফাই পাসওয়ার্ড বের করার জন্যও বিভিন্ন সফটওয়্যার কাজ করছে। চলুন জেনে আসি কিভাবে এটি কাজ করে –
- প্লে স্টোর থেকে router setup page নামক অ্যাপটি ইন্সটল করুন।
- অ্যাপটি ওপেন করলে কিছু টার্ম আসবে যেগুলো আপনাকে এগ্রি বা সম্মতি দিতে হবে। এগুলো হয়ে গেলে একটি পেইজে আপনার ডিভাইসে কানেক্টেড wifi সম্পর্কে কিছু তথ্য
দেখতে পাবেন৷ - উপরের দিকে press to update এ ক্লিক করলে আপনার ডিভাইসের সাথে যে নেটওয়ার্ক বা wifi টি কানেক্ট করতে চাইছেন তার IP address দেখতে পারবেন।
- IP address টির নিচে open router page লেখাটি দেখতে পাবেন সেটি ক্লিক করলে আপনার কাছে username ও password খুজবে। সেখানে দুটিতেই ছোট অক্ষরে ‘admin’ লিখে লগইন করুন।
- উপরের দিকে তিনটি ডট এর অপশন টি ক্লিক করে সেখানে wireless settings বা wireless security নামক অপশনে ক্লিক করুন।
মূলত এর মাধ্যমেই আপনি যে wifi password টি জানতে চাইছেন তা দেখতে পারবেন।
উইন্ডোজ কম্পিউটারে কিভাবে wifi password খুঁজে পাওয়া যাবে
উইন্ডোজে সম্প্রতি যে ওয়াইফাই নেটওয়ার্ক সংযুক্ত করা হয়েছে তার পাসওয়ার্ড খুঁজে পাওয়া সহজ। তবে স্টোর হয়ে যাওয়া পাসওয়ার্ডগুলো পাওয়া কিছুটা সময়সাপেক্ষ ব্যাপার। বর্তমানে উইন্ডোজে সংযুক্ত রয়েছে এমন ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড যেভাবে খুঁজে বের করতে হবে
- স্টার্ট বাটনে ক্লিক করার পর Control Panel > Network and Internet > Network and Sharing Center (Windows 11) অথবা Settings > Network & Internet > Status > Network and Sharing Center (Windows 10) চাপতে হবে
- পরবর্তী ধাপে কানেকশন অপশনে যাওয়ার পর নীল রংয়ে হাইলাইট হয়ে থাকা ওয়াই-ফাই নেটওয়ার্কের নামে ক্লিক করতে হবে
- এরপরে ওয়্যারলেস প্রপার্টিস এ ক্লিক করে সিকিউরিটি অপশনে যেতে হবে
- সবশেষে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড প্রদর্শনের জন্য শো ক্যারেক্টারস লেখা বক্সে চেক করতে হবে
উইন্ডোজে থাকা সব ওয়াই-ফাই নেটওয়ার্ক wifi password খুঁজে বের করা সিস্টেম
- ডেস্কটপের টাস্কবারে উইন্ডোজ আইকনে রাইট ক্লিক করতে হবে
- উইন্ডোজ টার্মিনাল (অ্যাডমিন) ক্লিক করতে হবে
- netsh wlan show profile এ টাইপ করার পর কোন ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত রয়েছেন তা বুঝতে কীবোর্ডের এন্টার চাপ দিতে হবে।
- যে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুঁজা হচ্ছে সেই নেটওয়ার্কের নাম netsh wlan show profile “(ওয়াই-ফাই নেটওয়ার্কের নাম)” key=clear টাইপ করতে হবে (যেমন- netsh wlan show profile “Netgear667″ key=clear) এবং এরপর এন্টার চাপ দিতে হবে।
এভাবেই আপনি উইন্ডোস থেকে যে কারোর wifi password খুঁজে বের করতে পারবেন একদম সহজ প্রসেসে। যদিও এটি করা মোটেও ভালো কাজ নয় কারণ এটি একটি অবৈধ পন্থা।
ম্যাকওএসের ক্ষেত্রে কিভাবে wifi password বের করবেন
ম্যাকে প্রবেশ ও সেভ করা প্রতিটি পাসওয়ার্ড ম্যাকওএসের পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সিস্টেম কীচেইন অ্যাকসেসে স্টোর হয়ে থাকে। আর এখানেই wifi password টিও থাকে। পাসওয়ার্ড খোঁজার শুরুতেই কীচেইন অ্যাকসেস অ্যাপ খুলতে সার্চ ফিচার ব্যবহার করতে হবে। তারপর যেসব কাজ করতে হবে-
- সাইডবারে থাকা সিস্টেম কীচেইনের নিচে সিস্টেমে ক্লিক করা
- উইন্ডোর ওপরে থাকা পাসওয়ার্ডসে ক্লিক করতে হবে
- যে ওয়াইফাই নেটওয়ার্কের পাসওয়ার্ড চাইছেন তা বের করে সেখানে ডাবল-ক্লিক দিতে হবে
- সবশেষে শো পাসওয়ার্ড বক্সটি চেক করতে হবে
এরপর ওয়াই-ফাই নেটওয়ার্কে যে পাসওয়ার্ডটি সাধারণত ব্যবহার করা হয় তা দেখাবে। পাসওয়ার্ডটি সিলেক্ট করতে হলে পাসওয়ার্ড ফিল্ডে ডাবল ক্লিক করতে হবে এবং প্রয়োজনে তা ক্লিপবোর্ডে কপি করে নিতে হবে। ক্লিপবোর্ডে কপি করে নিতে হবে।
একটু পরে দেখবেন আপনার ল্যাপটপ বা পিসি wifi password ছাড়া ইন্টারনেট ব্রাউস করা শুরু হয়েছে। মূলত এভাবেই আপনি ম্যাকওএসের ক্ষেত্রে যে কারোর অনুমতি ছাড়া wifi password খুঁজে বের করে ইন্টারনেট চালাতে পারবেন।
শেষ কথা
আপনি যদি উপরে বর্ণিত বিষয়গুলো ফলো কাজ করেন তাহলে আপনি যে কারোর wifi password ব্যবহার করতে পারবেন কোনো ধরণের পাসওয়ার্ড এর ঝামেলা ছাড়া।
wifi password খুঁজে বের করার এই আর্টিকেলটি আপনার কাছে কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যা আপনার আশেপাশে থাকা মানুষদেরকে জানিয়ে দিতে পোস্টটি শেয়ার করতে পারেন যাতে করে তারা একটু হলেও উপকৃত হতে পারে। ধন্যবাদ এতক্ষন সাথে থাকার জন্য।