12 হাজার টাকার মোবাইল vivo

12 হাজার টাকার মোবাইল vivo | 12 হাজার টাকার best মোবাইল ২০২৪

আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ১২ হাজার টাকার মোবাইল  ভিভো এর ব্যবহারের সুবিধা ও অসুবিধা এবং নানা ফিচার সম্পর্কে। ১২ হাজার টাকা দিয়ে ফোনটি কিনলে আপনার লাভ হবে কিনা বা লস হবে কিনা এইসব বিষয় নিয়ে আজ বিস্তারিত কথা বলবো। সুতরাং পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে বুঝতে পারবেন।

১২ হাজার টাকার মোবাইল vivo

বর্তমান বাজারে ১২ হাজার টাকার মধ্যে অনেক ব্রান্ডের ভালো মানের মোবাইল ফোন পাওয়া যায় তার মধ্যে অন্যতম হলো ভিভো মোবাইল। ভিভো মোবাইল বর্তমান বাজারে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এর অউটলুকিং, দারুন ফোন ফিচার এবং এর টেকসই এর কারণে।  তাই আজকে আমরা শুধু ভিভো ব্রান্ডের মোবাইল  নিয়ে কথা বলবো।

সাধারণত আমরা যখন ফোন কেনার কথা চিন্তা করি তখন আমরা একেকজন একেকরকম চিন্তা করি যেমন ধরুন কেউ চায় ক্যামেরা ভালো হবে, আবার কেউ  চায় ডিসপ্লে ভালো হবে আবার অনেকে চায় গেমিং করবে আরো কত কি। তাই সবার কথা চিন্তা করে আমরা প্রতিটা মোবাইল সম্পর্কে মতামত দিব। আপনার জন্য কোন মোবাইল ভালো হবে তা জানতে পারবেন আজকের এই পোস্ট থেকে।

১২ হাজার টাকার মোবাইল Vivo – Vivo y1s

আমাদের আজকের ফোনের লিস্টে প্রথমে থাকা এই Vivo y1s মোবাইলে রয়েছে  ৪জি নেটওয়ার্ক, ৬.২২ ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি, আইপিএস ডিসপ্লে। পিছন ক্যামেরায় থাকছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা যেটা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এছাড়াও আরো অনেক কিছু। বর্তমান বাজারে মোবাইলটির দাম নিচ্ছে ৮৯৯৯ টাকা মাত্র।

12 হাজার টাকার মোবাইল vivo

Vivo y1s

  • মডেল – Vivo Y1S
  • নেটওয়ার্ক – ৪জ সাপোর্ট।
  • ডিসপ্লে – ৬.২২ ইঞ্চি, ফুল এইচডি, আইপিএস এলসিডি
  • মেমরি – রেম ২/৩ জিবি, রোম ৩২ জিবি
  • পিছন ক্যামেরা – ১৩ মেগাপিকসেল্স’
  • ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিকসেল্স’.
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও পি৩৫ (১২ এন এম)
  • ব্যাটারি – ৪০৩০ এম এ এইছ
  • দাম – ৮৯৯৯ টাকা।

মতামত

আপনার বাজেট যদি হয় ৯ হাজার টাকা তাহলে এই মোবাইলটি আপনি অনায়াসে নিতে পারেন। এছাড়াও আপনি এই মোবাইল দিয়ে গেমিং কিংবা ভালো ক্যামেরা করতে পারবেন।

আরও পড়ুন: রেডমি নতুন ফোন 2024

১০ হাজার টাকার মোবাইল Vivo | Vivo Y02

আমাদের আজকের লিস্টে থাকা দ্বিতিয় মোবাইল Vivo Y02 এ থাকছে ৪জি নেটওয়ার্ক, ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি, আইপিএস ডিসপ্লে। পিছন ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আরো থাকছে ৫০০০ এমএএইছ এর বিশাল ক্যামেরা। মোবাইলটির দাম ধরা হয়েছে ৯৯৯৯ টাকা মাত্র।

12 হাজার টাকার মোবাইল vivo - done
Vivo Y02

 

  • মডেল – Vivo Y02
  • নেটওয়ার্ক – ৪জ সাপোর্ট
  • ডিসপ্লে – ৬.৫১ ইঞ্চি, ফুল এইচডি, আইপিএস এলসিডি
  • মেমরি – রেম ৩ জিবি, রোম ৩২ জিবি
  • পিছন ক্যামেরা – ৮ মেগাপিকসেল্স
  • ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিকসেল্স
  • প্রসেসর – মিডিয়াটেক হেলিও পি২২ (১২ এন এম)
  • ব্যাটারি – ৫০০০ এম এ এইছ
  • দাম – ৯৯৯৯ টাকা

মতামত

আপনার যদি ভালো ব্যাটারি বেকআপ প্রয়োজন হয় আর বাকি সবদিকে খুব বেশি ভালো দকরার না হয়, একরকম হলেই চলে তাহলে এই মোবাইলটি নিতে পারেন। ক্যামেরা কিংবা গেমিং এর জন্য এই মোবাইলটি নেওয়া উচিত হবেনা।

১২ হাজার টাকার মোবাইল vivo 2023 | Vivo Y02S

আমাদের আজকের লিস্টে থাকা Vivo Y02s এ থাকছে ৪জি নেটওয়ার্ক, ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে , ফুল এইচডি, আইপিএস ডিসপ্লে। পিছন ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে ৫০০০ এমএএইছ এর বিশাল ক্যামেরা। মোবাইলটির দাম ধরা হয়েছে ১২৫৯৯ টাকা।

12 হাজার টাকার মোবাইল vivo
Vivo Y02S
  • মডেল – Vivo Y02S
  • নেটওয়ার্ক – ৪জ সাপোর্ট
  • ডিসপ্লে – ৬.৫১ ইঞ্চি, ফুল এইচডি, আইপিএস এলসিডি
  • মেমরি – রেম ২/৩ জিবি, রোম ৩২ জিবি
  • পিছন ক্যামেরা – ৮ মেগাপিকসেল্স
  • ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিকসেল্স
  • প্রসেসর- মিডিয়াটেক হেলিও পি৩৫ (১২ এন এম)
  • ব্যাটারি – ৫০০০ এম এ এইছ, ফাস্ট চার্জিং সাপোর্ট
  • দাম – ১২৫৯৯ টাকা

মতামত

১২৫০০ টাকা বাজেটে এটি আপনার ভালো অপশন হতে পারে। এটা থেকে গেমিং কিংবা ক্যামেরা এবং ব্যাটারি বেকআপ সব দিক থেকেই ভালো সার্ভিস পাবেন। আপনার বাজেট যদি ১২৫০০ টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন।

আরও পড়ুন: রেডমি নতুন ফোন ২০২৪

১২ হাজার টাকার মোবাইল vivo 2023 | Vivo Y01

আমাদের আজকের লিস্টে থাকা Vivo Y01 মোবাইলে থাকছে ৪জি নেটওয়ার্ক, ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি, আইপিএস ডিসপ্লে। পিছন ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। আরো থাকছে ৫০০০ এমএএইছ এর বিশাল ক্যামেরা। মোবাইলটির দাম ধরা হয়েছে ১১৫৯৯ টাকা মাত্র।

12 হাজার টাকার মোবাইল vivo
Vivo Y01

 

  • মডেল – Vivo Y01
  • নেটওয়ার্ক – ৪জ সাপোর্ট
  • ডিসপ্লে – ৬.৫১ ইঞ্চি, আইপিএস এলসিডি
  • মেমরি – রেম ২ জিবি, রোম ৩২ জিবি
  • পিছন ক্যামেরা – ৮ মেগাপিকসেল্স
  • ফ্রন্ট ক্যামেরা – ৫ মেগাপিকসেল্স
  • প্রসেসর- মিডিয়াটেক হেলিও পি৩৫ (১২ এন এম)
  • ব্যাটারি – ৫০০০ এম এ এইছ, ফাস্ট চার্জিং সাপোর্ট
  • দাম – ১১৫৯৯ টাকা

মতামত

১১৫৯৯ টাকা দামে মোবাইলটি সবদিক থেকে ভালো হতে পারে। এটা আপনাকে সবদিক থেকে এভারেজ ভালো পারফরম্যান্স দিবে। আপনার বাজেট যদি ১১৫৯৯ টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটি আপনি নিতে পারেন।

১২ হাজার টাকার মোবাইল Vivo। Vivo Y15S

আমাদের আজকের লিস্টে থাকা Vivo Y15S মোবাইলে থাকছে ৪জি নেটওয়ার্ক, ৬.৫১ ইঞ্চি ডিসপ্লে, ফুল এইচডি, আইপিএস ডিসপ্লে। পিছন ক্যামেরায় থাকছে ১৩+২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। থাকছে ৫০০০ এমএএইছ এর বিশাল ক্যামেরা। মোবাইলটির দাম ধরা হয়েছে ১২৯৯৯ টাকা মাত্র।

12 হাজার টাকার মোবাইল vivo
Vivo Y15S

 

  • মডেল – Vivo Y15S
  • নেটওয়ার্ক – ৪জ সাপোর্ট
  • ডিসপ্লে – ৬.৫১ ইঞ্চি, আইপিএস এলসিডি
  • মেমরি – রেম ৩ জিবি, রোম ৩২ জিবি
  • পিছন ক্যামেরা – ১৩+২ মেগাপিকসেল্স দুটি ক্যামেরা
  • ফ্রন্ট ক্যামেরা – ৮ মেগাপিকসেল্স
  • প্রসেসর- মিডিয়াটেক হেলিও পি৩৫ (১২ এন এম)
  • ব্যাটারি – ৫০০০ এম এ এইছ, ১০ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট
  • দাম – ১২৯৯৯ টাকা।

মতামত

আপনার বাজেট যদি একটু বাড়িয়ে ১৩ হাজার টাকা করতে পারেন তাহলে এই মোবাইলটি আপনি দেখতে পারেন। এটাতে রয়েছে ৩ জিবি রেম, বড় ব্যাটারি তার সাথে থাকছে ১০ওয়াট ফাস্ট চার্জার। এই দামে এই মোবাইলটি চোখ বন্ধ করে নিতে পারেন আপনি।

আমাদের আজকের পোস্টে কোন ফোনটি আপনি নিতে চাচ্ছেন বা কোন ফোনটি আপনার জন্য পারফেক্ট সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। আর পারলে পোস্টটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানার সুযোগ করে দিবেন , ধন্যবাদ সবাইকে।

Bangladesh