Samsung Galaxy S24 Ultra, দাম সহ স্পেসিফিকেশন জেনে নিন

Samsung Galaxy S24 Ultra, দাম সহ স্পেসিফিকেশন জেনে নিন

সম্প্রতি নেট দুনিয়ায় বেশ চর্চা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি s24 ফোনটি কবে নাগাদ মার্কেটে ছাড়বে , ঠিক কত টাকা গুনতে হবে ক্রেতাদেরকে এবং আগের স্যামসাং গ্যালাক্সি s23 ফোনটির থেকে ভালো হবে কিনা কিংবা তেমন কোনো আপডেট নিয়ে আসবে কিনা ইত্যাদি আরো নানান কথা হচ্ছে।

আজকের এই আর্টিকেলে সব প্রশ্নের জটলা খুলে বিস্তারিত জানিয়ে দেয়ার চেষ্টা করবো। সুতরাং আপনি যদি সব প্রশ্নের উত্তর এক জায়গায় পেতে চান তাহলে পুরো পোস্টটি মনোযোগ সহ পড়ুন।  তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়টি নিয়ে ঝাঁপিয়ে পড়া যাক।

স্মার্টফোনটি  অফিশিয়াল লঞ্চ হতে এখনও বেশ কিছুদিন বাকি থাকলেও বাজারে ফাঁস হয়েছে ফোনের দাম। নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে স্মার্টফোনের বাজারমূল্য। এটি কিনতে ঠিক কত টাকা হাতে রাখতে হবে তাই জেনে নিন আজকে।

স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের দাম

স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ফোনটির দাম ঠিক কত টাকা হতে পারে সেটি স্পষ্ট জানা না গেলেও ধারণা করা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 সিরিজের সমান বা কাছাকাছি থাকতে পারে বলে জানা গিয়েছে। তবে যেহেতু নতুন ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট হিসাবে আসবে তাই দামে সামান্য বৃদ্ধি দেখা যেতে পারে।

গ্যালাক্সি S24 ফোনের 128GB ভ্যারিয়েন্টের দাম থাকতে পারে ৮৯৯ ইউরো যা বাংলাদেশী টাকা প্রায় ১,০৬,৫০০ টাকা এবং 256GB ভ্যারিয়েন্টের ৯৫৯ ইউরো যা বাংলাদেশী টাকা প্রায় ১,১৩,৬১০ টাকা। অর্থাৎ গ্যালাক্সি S24+ সিরিজের দাম থাকতে পারে ১.০৫ লাখ থেকে ১.১৬ লাখ টাকা।

ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ লঞ্চ হতে এখনও বাকি বেশ কিছুদিন। আশা করা হচ্ছে, গ্যালাক্সি এস সিরিজের আগের ফোনগুলির মতো এতেও দুরন্ত ক্যামেরা, চিপ এবং পারফরম্যান্স পাওয়া যাবে। এই সিরিজের অধীনে 3টি স্মার্টফোন লঞ্চ হবে বাজারে।

স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ

নতুন বছরে নতুন ফোন তাও আবার ফ্ল্যাগশিপ। অর্থাৎ হাই-এন্ড স্মার্টফোন আনতে চলেছে স্যামসাং কোম্পানি। এই (ফেব্রুয়ারী) মাসে বাংলাদেশের বাজারে আসতে পারে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজ। এই সিরিজের নিচে তিনটি স্মার্টফোন থাকবে – গ্যালাক্সি S24, গ্যালাক্সি S24+ এবং গ্যালাক্সি S24 আল্ট্রা। টপ ভ্যারিয়েন্ট গ্যালাক্সি S24 আল্ট্রা ফোনের 512GB ফোনের দাম থাকতে পারে 1.44 লাখ টাকা। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনো কোনও তথ্য নিশ্চিত করা হয়নি। এই দাম গ্যালাক্সি S24 সিরিজের স্মার্টফোনের শুধু একটি অনুমান মাত্র।

স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ফিচার্স

এই ফোনে ব়্যাম এবং ইন্টার্নাল স্টোরেজ শুরু ৮GB ও ১২৮GB থেকে। গ্যালাক্সি S24+ সিরিজে আবার ব়্যাম ও ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে ১২GB এবং ৫১২GB। টপ ভ্যারিয়েন্ট গ্যালাক্সি S24 আল্ট্রাতে পাবেন সর্বোচ্চ ১২GB ব়্যাম এবং ১TB স্টোরেজ।

গ্যালাক্সি S24 : এতে 6.2 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 8K ভিডিও রেকর্ডিং, 30X সুপার জুম, 4,00mAh ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জার পাওয়া যাবে।

গ্যালাক্সি S24 + : এই মডেলে 6.7 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 4,900mAh ব্যাটারি প্যাক পাওয়া যাবে। মিলবে অতিরিক্ত স্টোরেজ এবং ব়্যাম। তবে ক্যামেরা ফিচার একই থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গ্যালাক্সি S24 আল্ট্রা : 6.8 ইঞ্চি AMOLED ডিসপ্লে, 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে এতে। তবে এই ফোনের ক্যামেরাতে থাকছে বড় চমক। মিলবে 200 মেগাপিক্সেল ক্যামেরা, 10x কোয়াড টেলিফটো এবং 100x স্পেস জুম। আইফোন 15 এর মতো এতেও মিলবে টাইটানিয়াম বডি।

শেষ কথা

যেহুতু স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের ফোনগুলো গুলো এখনো বাজারে আসেনি তাই এখন পর্যন্ত নির্দিষ্টি করে বলা যাচ্ছে না যে, এই ফোনের ফিক্সড দাম কত হতে পারে। বাজারে লঞ্চ হওয়ার পর এর আসল দাম জানা যাবে। তাই আমাদের এই ফোন বাজারে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর বাজার মূল্য জানার জন্য বা ক্রয় করার জন্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *