আপনি যদি কম বাজেটের মধ্যে ভাল মানের স্মার্টফোন কিনতে চান তাহলে এই ফোনগুলি হতে পারে জন্য সেরা অপশন। কারণ আজকে যে ফোনগুলোর কথা বলবো সেগুলোর বাজেট সর্বোচ ১০ হাজার টাকা এবং এগুলো ক্যামেরার জন্য পারফেক্ট কম বাজেটের দিক থেকে। আমাদের সবারে কম বেশি ছবি তোলার একটা শখ আছে , বিশেষ করে নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে ছবি তোলার ঝোঁক একটু বেশি থাকে কিন্তু দেখা যায় হাতে ভালো কোনো ক্যামেরা ফোন না থাকায় ছবি তোলা হয় না। এবার আপনার কিংবা আপনার আপনজন মানুষের সেই শখ পূরণ হবে। তাই নতুন বছরে আপনি যদি নিজের বা পরিবারের কারও জন্য একটি কম বাজেটে স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের পোস্টটি একমাত্র আপনার। যেখানে ভাল ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা, র্যাম ও বড় স্টোরেজ স্পেস পাবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক আজকের তালিকায় থাকা ফোনগুলো।
Poco M4 Pro
আমাদের আজকের তালিকায় থাকা ফোনটি হচ্ছে Poco M4 Pro । মোবাইল কেনার সময় যদি ক্যামেরা আপনার অগ্রাধিকার হয় তাহলে Poco M4 Pro স্মার্টফোনটি আপনার জন্য সেরা অপশন হতে পারে। কারণ এতে আপনি পিছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, 8 মেগাপিক্সেল দ্বিতীয় ও 2 মেগাপিক্সেল তৃতীয় ক্যামেরা পাবেন। শুধু তাই নয়, এই ফোনে একটি বড় 5000mah ব্যাটারি পাওয়া যায়, যা দ্রুত চার্জিং সাপোর্ট করে। মোবাইল ফোনটিতে 6GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এতে আপনি একটি বড় স্ক্রিনও পাবেন যা 90hz রিফ্রেশ রেট সমর্থন করে। স্মার্টফোনটির দাম ৯,৯৯৯ টাকা।
Xiaomi Redmi 10
আপনি Xiaomi Redmi 10 এই ফোনটিতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজও পাবেন। এই মোবাইল ফোনটিতে 6000 mAh ব্যাটারি রয়েছে যা দ্রুত চার্জিং সমর্থন করে। এই স্মার্টফোনটিতে, আপনি পিছনের দিকে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যার একটি 50-মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। মোবাইল ফোনটি Snapdragon 680 প্রসেসরে চলে। Xiaomi Redmi 10 এর দাম ৮,২৪৯ টাকা।
আরো দেখুন: বাংলাদেশের সেরা ক্যামেরা ফোন ২০২৪
Samsung Galaxy M04
আজকের তালিকায় থাকা এই স্যামসাং স্মার্টফোনে গ্রাহকরা একটি 6.5″ ইঞ্চি ডিসপ্লে পাবেন সাথে থাকছে 5000 mAh ব্যাটারি। এই ফোনের পিছনের দিকে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার একটি 13 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা রয়েছে। মোবাইল ফোনের দাম ৮,৯৯৯ টাকা।
Samsung Galaxy F13
আপনি এই Samsung Galaxy F13 ফোনটিতে 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ পাবেন। এই মোবাইল ফোনটি একটি ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে পাওয়া যায়। যার মধ্যে একটি 50 মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, একটি 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল টারশিয়ারি ক্যামেরা রয়েছে। এই মোবাইল ফোনে একটি 6.6″ ইঞ্চি স্ক্রিন পাবেন, যা 60hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে 6000 mAh ব্যাটারি রয়েছে যা দ্রুত চার্জিং সাপোর্ট করে। Samsung Galaxy F13 এর দাম ৯,২৯৯ টাকা।
আরো দেখুন: রেডমি নতুন ফোন 2024
Xiaomi Redmi A1
শাওমি যাদের প্রিয় স্মার্টফোন ব্র্যান্ড, তাদের জন্য ১০ হাজার টাকার মধ্যে শাওমি মোবাইল হিসেবে রয়েছে শাওমি রেডমি এ১। ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাবেন ফোনটিতে। এন্ড্রয়েড ১২ গো দ্বারা চালিত শাওমি রেডমি এ১ ফোনটিতে মিডিয়াটেক এ২২ প্রসেসর থাকছে। ৬.৫২ ইঞ্চির ডিসপ্লের এই ফোনে ৮ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি রয়েছে এই ফোনে, তবে অনুপস্থিত থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটি পাওয়া যাবে ৮,৯৯৯ টাকায়।
আমাদের কথা
আজকের এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের আশেপাশের মানুষদেরকে জানিয়ে দেয়ার জন্য পোস্টটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ পুরো পোস্টটি পড়ার জন্য।