প্লে স্টোর ডাউনলোড কিভাবে করবো

প্লে স্টোর ডাউনলোড কিভাবে করবো

স্মার্টফোন ব্যবহারকারী এবং ট্যাবলেট পিসি ব্যবহারকারীদের জন্য প্লে স্টোর অ্যাপস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি এবং ট্যাবলেট পিসি ব্যবহার করি তাদের জন্য গুগলের একটি অ্যাপ স্টোর রয়েছে যার নাম হচ্ছে প্লে স্টোর।

প্লে স্টোর ডাউনলোড

গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ডাউনলোড করা এবং ইনস্টল করা যায়। প্লে স্টোরের মাধ্যমে আমরা যে সকল অ্যাপ ডাউনলোড করতে পারি, তার মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন- ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসআপ। এছাড়াও, বিভিন্ন ধরনের কাজের জন্য আমাদের যেসব অ্যাপের প্রয়োজন হয়, সেগুলোও প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। এই সকল অ্যাপগুলো গুগল প্লে স্টোরে সংরক্ষিত রয়েছে এবং সেখান থেকে সহজেই ডাউনলোড করা যায়।

প্লে স্টোরে কি কি অ্যাপস রয়েছে?

বিভিন্ন কাজের জন্য আমরা বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করি। প্রত্যেকটি ক্ষেত্রের জন্য আলাদা আলাদা অ্যাপ রয়েছে। যেমন, শিক্ষামূলক অ্যাপ, হিসাব-নিকাশ রাখার জন্য অ্যাপ, জমির হিসাব-নিকাশ করার জন্য অ্যাপ, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য লোকেশন সম্পর্কে জানার জন্য অ্যাপ, বিভিন্ন গেমের জন্য অ্যাপ ইত্যাদি।

টাকা আদান-প্রদানের জন্য মোবাইল ব্যাংকিং অ্যাপ রয়েছে, ব্যাংক লেনদেনের জন্য অ্যাপ রয়েছে, শরীরচর্চা বিষয়ক অ্যাপ রয়েছে, এভাবে আমাদের জীবনযাপনের ক্ষেত্রে প্রতিদিনের যে সকল প্রয়োজনীয় বিষয়াবলি রয়েছে সকল বিষয়ের উপর অ্যাপস খুঁজে পাওয়া যাবে। অ্যাপগুলি গুগলের প্লে স্টোরে সংরক্ষিত থাকে। এখন থেকে যে যেরকম প্রয়োজন মনে করে সে ধরনের অ্যাপগুলি সংগ্রহ করতে পারে।

প্লে স্টোরের অ্যাপগুলির গুরুত্ব

মানুষের জীবনযাপনে স্মার্টফোনের ব্যবহার অপরিসীম। সেই সঙ্গে স্মার্টফোনে অ্যাপের ব্যবহারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্টফোন ব্যবহার করতে গেলে আমরা বিভিন্ন অ্যাপের সহযোগিতা নিই। অ্যাপ ছাড়া স্মার্টফোনকে একেবারে অচল বলা যায়। স্মার্টফোন চালাতে গেলে অবশ্যই অ্যাপ ব্যবহার করতে হবে। আমরা স্মার্টফোনকে যে কাজে ব্যবহার করতে চাই, সেই অনুযায়ী একটি অ্যাপের সহযোগিতা আমাদের নিতে হবে।

যেমন- আমরা যদি ফেসবুক চালাতে চাই, তাহলে আমাদের ফেসবুক নামক অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আবার, যদি আমরা বিকাশে টাকা পাঠাতে চাই, তাহলে আমাদের বিকাশ অ্যাপটি ডাউনলোড করতে হবে। এভাবে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন অ্যাপসের সহায়তা নেওয়া যায়। জীবন চলার পথে যত ধরনের প্রয়োজনীয়তা বা সমস্যা অনুভব করি, প্রত্যেকটি ক্ষেত্রে অ্যাপসের সহায়তা নেওয়া যায়।

বর্তমানে আমরা পরিবহন খাতে অ্যাপের ব্যবহার দেখতে পাচ্ছি। অ্যাপের মাধ্যমে আমরা যেকোনো সময় গাড়ি ভাড়া নিতে পারি এবং অল্প সময়ের মধ্যেই আমরা পরিবহন সুবিধা গ্রহণ করতে পারি।

ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় কার্যক্রম পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই অ্যাপের ব্যবহার অপরিসীম। অ্যাপের মাধ্যমে কৃষকরা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য অনুসারে তাদের কার্য পরিচালনা করছে, ব্যবসায়ীরা ব্যবসা সংক্রান্ত সকল দিকনির্দেশনা অ্যাপের মাধ্যমে পেয়ে যাচ্ছে এবং তথ্য সংগ্রহ করতে পারে।

চাকরিজীবীরাও তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের সহযোগিতা নিতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে অ্যাপসের ব্যবহার হচ্ছে, শিক্ষাক্ষেত্রে অ্যাপসের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার ফলাফল বের করা সহ ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী এখন অ্যাপসের মাধ্যমে করা যাচ্ছে। গবেষণা মূলক কার্যক্রম এখন অ্যাপসের মাধ্যমে করা যাচ্ছে। তথ্য-প্রযুক্তির যুগে অ্যাপসের ব্যবহার অনিবার্য।

আরও পড়ুন: ৫০০ টাকায় বাটন মোবাইল

অ্যাপস ব্যবহারের মাধ্যমে বিমান চলাচলের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকিং ক্ষেত্রেও অ্যাপসের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যাংকের সকল ধরনের হিসাব এখন অ্যাপসের মাধ্যমে রাখা সম্ভব হচ্ছে। ইন্সুরান্স কম্পানিগুলোও অ্যাপসের মাধ্যমে তাদের সকল তথ্য ও সুবিধা দিতে পারছে। বিভিন্ন এনজিও ও ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে অ্যাপসের মাধ্যমে। এক কথায় বলতে গেলে, অ্যাপসের মাধ্যমে বহু ধরনের কার্য সমাপ্ত করা সম্ভব হচ্ছে।

প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার নিয়ম

অধিকাংশ স্মার্টফোনেই প্লে স্টোর ডাউনলোড করা থাকে। এখান থেকে যেকোনো অ্যাপ গ্রহণ করা যায়। কিন্তু অনেক স্মার্টফোনেই গুগল প্লে স্টোর থাকে না। অন করার পর আমরা অনেকেই বিরক্তি বোধ করে থাকি। আর এই অ্যাপটি নেওয়ার জন্য যখন আমরা চেষ্টা করি তখন দেখা যায় ডাউনলোডে ত্রুটি হয় অথবা ডাউনলোড করাটা কষ্টসাধ্য হয়ে যায়।

বিভিন্ন সমস্যা কাটিয়ে কিভাবে প্লে স্টোর ডাউনলোড করা যায় তার বিস্তারিত বিবরণ এখানে তুলে ধরা হলো। আপনাদের আমাদের লেখাটি সম্পূর্ণ ভালোভাবে পড়তে হবে, তাহলে আমাদের এই আর্টিকেলের মাধ্যমে গুগল প্লে স্টোর ডাউনলোড কিভাবে করা যায় তার সমস্ত কার্যক্রম বিশদভাবে জানতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক প্লে স্টোর ডাউনলোড করার সঠিক নিয়ম।

  • সর্বপ্রথমে আপনার মোবাইল ফোনটি সচল করতে হবে এবং ইন্টারনেট সংযুক্ত আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
  • এরপর একটি ব্রাউজার, যেমন গুগল ক্রোম, ইউসি ব্রাউজার বা মজিলা ফায়ারফক্স, প্রবেশ করতে হবে।
  • ব্রাউজারে প্রবেশ করে “Google Play Store Download for Android” লিখে সার্চ করতে হবে।
  • এখানে একটি লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে প্রবেশ করে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এবং এখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
  • ডাউনলোড করার সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, সাইট ইররও  আসতে পারে।
  • এই ধরনের সমস্যা হলে ‘Okay’ বাটনে ক্লিক করে তারপর অ্যাপসটি ডাউনলোড করুন, এরপর ফাইল ম্যানেজার থেকে ডাউনলোড ফোল্ডারের গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করুন, অ্যাপসটি ইন্সটল হয়ে গেলে আপনার কাজ মোটামুটি শেষ, এখন আপনি গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ব্যবহার করে কাজে লাগাতে পারবেন।

যারা অ্যাপটি ডাউনলোড করার পরেও ইনস্টল করতে পারছেন না বা সমস্যা অনুভব করছেন, তাদের জন্য কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। সেগুলি নিচে দেওয়া হলো:

  • প্রথমে ফোনের সেটিংস অপশনে প্রবেশ করুন।
  • এরপর অ্যাপ ম্যানেজারে ক্লিক করুন।
  • অনেকগুলি অ্যাপস দেখতে পাবেন। সেখান থেকে গুগল প্লে স্টোর অ্যাপটিতে ট্যাপ করুন।
  • এরপর একটু উপরে Disable এবং Force Stop নামে দুটি অপশন দেখতে পাবেন। সেখান থেকে Force Stop-এ ক্লিক করুন।
  • এরপর Storage লেখা দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।
  • এরপর Clear Storage এবং Clear Cache নামক দুটি অপশন দেখতে পাবেন। প্রথমে Clear Storage-এ ক্লিক করুন। তারপর Clear Cache-এ ক্লিক করুন।
  • এরপর আপনার স্মার্টফোনটি রিস্টার্ট বা রিসেট করুন।
  • আপনার ফোনটি চালু হওয়ার পর ডেটা কানেকশন দিয়ে প্লে স্টোরে লগইন করুন।
  • আপনার জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করুন। জিমেইল অ্যাকাউন্ট না থাকলে নতুন করে অ্যাকাউন্ট খুলুন এবং তারপর লগইন করুন।
  • এরপর দেখবেন আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর অ্যাপটি চালু হয়েছে।
  • এখন আপনি যত খুশি বিভিন্ন ধরনের অ্যাপস, গেমস প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।

 

পরিশেষে এ কথা বলা যায় যে, আপনারা যারা প্লে স্টোর ডাউনলোড করতে পারছেন না, আমাদের আর্টিকেলটি সম্পূর্ণভাবে পড়লে খুব সহজেই প্লে স্টোর ডাউনলোড করতে পারবেন। এরপর আপনি আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ডাউনলোড করে ইনস্টল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।