এয়ারটেল ব্যালেন্স চেক

এয়ারটেল ব্যালেন্স চেক

আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি Airtel Balance Check Code 2024 সম্পর্কে। এ ছাড়াও আপনি এই পোস্ট থেকে জানতে পারবেন এয়ারটেল সিমের আরও বেশ কিছু কোড সম্পর্কে যেগুলো আপনার অনেক কাজে আসবে। তো চলুন শুরু করা যাক।

এয়ারটেল ব্যালেন্স চেক

এয়ারটেল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় নেটওয়ার্ক কোম্পানি। এর নেটওয়ার্কের সেবা অন্যান্য নেটওয়ার্কের তুলনায় অনেক ভালো। বর্তমানে দেশের দুটি নেটওয়ার্ক কোম্পানি একীভূত হয়ে ব্যবসা পরিচালনা করছে। গ্রাহক সংখ্যা দিক দিয়ে দেশের দ্বিতীয় স্থান দখল করে নিয়েছে। আর এ সকল গ্রাহককে একত্রে করতে অফার ও প্রমোশন প্রদান করছে অপারেটরগুলো।

নতুন অফার পাওয়ার পর অনেকেই তাদের বন্ধ থাকা সিমটি চালু করছে। এয়ারটেল সিম চালুর পরই রিচার্জ করার প্রয়োজন হচ্ছে। আর রিচার্জ করলে টাকা দেখার প্রয়োজন হচ্ছে। দীর্ঘ দিন এয়ারটেল কিংবা রবি সিম বন্ধ থাকার কারণে এয়ারটেল টাকা চেক কোডসহ অনেক কোডই মনে করতে পারছে না। আমরা দেখেছি বিশেষ করে Airtel Balance Check Code 2024 নিয়ে তথ্য অনুসন্ধান করতে।

আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে এবং সেই সিমেও যদি এয়ারটেল মেইন ব্যালেন্স চেক করার উপায় না জেনে থাকেন, তাহলে চিন্তা করবেন না। আমরা আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাকে Airtel Balance Check Code 2024 চেক করার উপায় জানিয়ে দিব। আশা করি পোস্টটি আপনার অনেক উপকারে আসবে। তাই ধৈর্য সহকারে আমাদের নিবন্ধনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন।

এয়ারটেল ব্যালেন্স চেক করার উপায় ২০২৪

মানুষ মাত্রই ভুলে যায়, এটা স্বাভাবিক। কিছু দিন কোনও একটি কাজের বাইরে থাকলে মানুষ স্বাভাবিকভাবেই তা ভুলে যায়। এয়ারটেল সিমের কিছু গুরুত্বপূর্ণ কোড তার ব্যতিক্রম নয়। দীর্ঘদিন সিমের সঙ্গে অ্যাক্টিভিটি না থাকায় সিম সম্পর্কে অনেক কিছুই ভুলে যায়।

তেমনি আপনিও একজন হতে পারেন যিনি এয়ারটেল সিমের টাকা চেক করা বিষয়টি ভুলে গেছেন। সেই কারণেই আপনাকে এখানে দেখা যাচ্ছে। তবে চিন্তার কিছু নেই, আমি আপনাকে এয়ারটেল ব্যালেন্স চেক করার তিনটি মাধ্যম জানাব। তিনটি পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজ উপায় হল কোড ডায়াল করে টাকা বা ব্যালেন্স চেক করা। এয়ারটেল টাকা চেক কোড হচ্ছে *৭৭৮#। কিভাবে টাকা দেখবেন তা নিচে ধাপে ধাপে দেখানো হল।

  • প্রথমে আপনার মোবাইলে ডায়াল অপশনে যান।
  • সেখানে *৭৭৮# লিখুন।
  • এরপর আপনার সিম স্লট নির্বাচন করুন।
  • সিম নির্বাচন শেষ হলে কলিং বাটনে প্রেস করুন।
  • এবার ২/৩ সেকেন্ড অপেক্ষা করুন।

একটু পর আপনার মোবাইলের পর্দায় এয়ারটেল সিমের বর্তমান ব্যালেন্স, মেয়াদের সময় সীমা এবং গোপন পূর্ণ সকল অফারের লিস্ট দেখতে পাবেন।

এভাবেই এয়ারটেল সিমের টাকা দেখা যায়। আশা করি ব্যালেন্স চেক করা বিষয়ে আর কোন প্রশ্ন থাকবে না।

এয়ারটেল মূল ব্যালেন্স চেক কোড

আপনার যদি একটি এয়ারটেল সিম থাকে এবং সেই সিমে মূল ব্যালেন্স চেক করতে না পারেন, তাহলে এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা একটা লজ্জার ব্যাপার। কিন্তু আপনি চিন্তা করবেন না। আপনার যদি ব্যালেন্স চেক করার কোডটি জানা থাকে তাহলে আর চিন্তা নেই।

Airtel Balance Check Code 2024 হচ্ছে *৭৭৮#। আর কিভাবে চেক করবেন তা উপরের অনুচ্ছেদে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন।

এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোড

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইন্টারনেট চেক করতে পারেন না। ইন্টারনেট করার জন্য যে কোডটি প্রয়োজন সেটি না জানার কারণে এয়ারটেল সিমে এমবি পরিমাণ জানতে পারি না। এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স কয়েকভাবে চেক করা যায়।

যেমন কোড ডায়াল করে, অ্যাপস দিয়ে, মেসেজের মাধ্যমে, এয়ারটেল অফিসিয়াল সাইট থেকে। এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কোড ডায়াল করে ইন্টারনেট ব্যালেন্স চেক। এয়ারটেল ইন্টারনেট ব্যালেন্স চেক কোডটি হচ্ছে *৩# অথবা *৮৪৪৪*৬#

এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড

আপনার এয়ারটেল সিমে মূল ব্যালেন্সে কোনো টাকা নেই। এমন অবস্থায় আছেন যেখানে রিচার্জ এবং অন্য কোনো মাধ্যম নেই। সে অবস্থায় ইমার্জেন্সি ব্যালেন্সের প্রয়োজন হবে। ইমার্জেন্সি ব্যালেন্স নিতে একটি কোড ডায়াল করতে হয়। আর ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার কোড হচ্ছে *১৪১*৮#। ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়ার পর সেই ব্যালেন্স চেক করার প্রয়োজন হয়ে থাকে। এয়ারটেল ইমার্জেন্সি ব্যালেন্স চেক কোড হচ্ছে *৭৭৮# অথবা *১#

এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক কোড

আপনার এয়ারটেল সিমে মিনিট ব্যালেন্স কীভাবে চেক করতে হয় সে বিষয়ে ধারণা না থাকলে পোস্টটি পড়তে থাকুন। এয়ারটেল সিমে টাকা দিয়ে কথা বলার চেয়ে মিনিট কিনে কথা বললে কম খরচে বেশি কথা বলা যায়। আমাদের মধ্যে অনেকে এয়ারটেল মিনিট অফার নিয়ে কথা বলে থাকেন। অবশিষ্ট মিনিটের পরিমাণ চেক করার প্রয়োজন হয়ে থাকে। এয়ারটেল মিনিট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *৬৬৬#

আরও পড়ুন: বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম

এয়ারটেল কোড সমূহ

উপরে গোপন পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আশা করি ওই সব বিষয়ে কোন সমস্যা নেই। তার পরও অনেকে এয়ারটেল সিমের বিশেষ কিছু কোড না জানার কারণে সমস্যায় পড়েন। তাদের কথা চিন্তা করে নিচে এয়ারটেল কোড সমূহ তুলে ধরা হল।

  • মিনিট ব্যালেন্স চেক করার কোড হচ্ছে *৭৭৮*৫# অথবা *৭৭৮*৮#
  • এসএমএস ব্যালেন্স চেক কোড হচ্ছে *৭৭৮*২# অথবা *২২২*১০#
  • সিমের নাম্বার দেখার কোড হল *২# অথবা *১২১*৬*৩#
  • এয়ারটেল সিমে মেইন ব্যালেন্স দেখার কোড *৭৭৮#
  • এয়ারটেল সিমে বিভিন্ন প্যাকেজ দেখার কোড *১২১*৮#
  • এয়ারটেল সিমে ইন্টারনেট সিটিং কোড হচ্ছে  *১৪০*৭#
  • এয়ারটেল কাস্টোমার কেয়ার নাম্বার হল ১২১
  • এম এম এস জানার কোড *২২২*১৩#
  • এয়ারটেল এমবি কেনার কোড হচ্ছে *১২১# অথবা *৩# বা *৮৪৪৪#
  • এয়ারটেল টাকা চেক করার কোড হল *৭৭৮*
  • ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল *৮#
  • মিনিট চেক করতে ডায়াল করুন *৭৭৮*৫#
  • এয়ারটেল সিমের মিনিট ব্যান্ডেল অফার দেখতে *০#
  • এয়ারটেল সিমের ইন্টারনেট প্যাক ক্রয় করতে *৪#
  • সিমের প্যাকেজ চেক করতে *৬#
  • ইন্টারনেট সেটিং করতে *৫#
  • এয়ারটেল সিমের ডি এন ডি বন্ধ করতে *৭#
  • এয়ারটেল সিমে এফ এন এফ সেট করতে *১২১*৭*১১#
  • এয়ারটেল সিমে এফ এন এফ নাম্বার দেখতে *১২১*৭*১৩#
  • এয়ারটেল সিমের স্পেশান অফার জানতে *৯৯৯#
  • এয়ারটেল সিমে এফ এন এফ ডিলিট করতে *১২১*৭*১২#
  • এয়ারটেল সিমে গান সেট করতে *১২১*৪*১১#
  • এয়ারটেল সিমের কল ব্যাক করতে ডায়াল *১২১*৭২#
  • এয়ারটেল সিমে গান সেট করতে *১২১*৪*১২#
  • অপ্রয়োজনীয় এসএমএস বন্ধ করতে *১২১*৭*৫#
  • এয়ারটেল সিমের কল রিকোস্ট করতে ডায়াল *১২১*৫#
  • এয়ারটেল সিমে মিস কল এলাট (অন) করতে *১২১*৪*১২#
  • এয়ারটেল সিমে মিস কল এলাট (অফ) করতে *১২১*৪*২২#