৫০০ টাকায় বাটন মোবাইল

৫০০ টাকায় বাটন মোবাইল

আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে খুবই দরকারি একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হচ্ছে ৫০০ টাকায় বাটন মোবাইল সম্পর্কে। আজকাল মোবাইল ফোন ছাড়া থাকা অসম্ভব এটা আমরা সবাই জানি কিন্তু সুবিধা বা কম দামের কথা যদি বলা হয় তাহলে বাটন মোবাইল পারফেক্ট। এটা যেমন দামে সস্তা আবার ব্যবহার করা সহজ। তাই আমি আজকের পোস্টে কিভাবে আপনি ১০০০ টাকার মধ্যে একটি বাটন মোবাইল কিনতে পারবেন।

৫০০ টাকায় বাটন মোবাইল

বলে রাখা ভালো যে, বর্তমানে ৫০০ টাকায় বাটন মোবাইল ফোন ক্রয় করা সম্ভব নয়। সবচেয়ে কম দামি একটি বাটন মোবাইল ফোন ক্রয়ের জন্য কমপক্ষে ৭০০ থেকে ১০০০ টাকা প্রয়োজন হবে।

এই লেখায় মূলত বর্তমান বাজারে পাওয়া যায় এমন কয়েকটি সবচেয়ে কম দামের বাটন মোবাইল ফোন সম্পর্কে আলোচনা করা হবে। যেহেতু ৫০০ টাকায় বাটন মোবাইল ফোন নেই, সেহেতু একটু বাজেট বাড়িয়ে ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যের মোবাইল ফোনগুলো ক্রয় করতে পারেন।

Walton Olvio MM30

৫০০ টাকায় বাটন মোবাইল

 

Walton Olvio MM30: আজকের ৫০০ টাকায় বাটন মোবাইল এর তালিকার প্রথমে আছে ওয়ালটন ব্র্যান্ডের ওয়ালটনঅলিভিও এমএম৩০ বাটন মোবাইল ফোনটি। এই ফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হয়। মোবাইল ফোনটিতে জিএসএম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ৯০০ /১৮০০ মেগাহার্টজের ২জি নেটওয়ার্ক রয়েছে।

এই মোবাইল ফোনটি বর্তমানে বাজারে নীল রঙ ও কালো রঙের পাবেন। এর ডিসপ্লে প্যানেলে রয়েছে ২৪০ x ৩২০ পিক্সেল রেজ্যুলেশনের ২.৪ ইঞ্চির কিউভিজিএ ডিসপ্লে। এছাড়াও আরও রয়েছে লিথিয়াম আয়ন ১৮০০ এমএএইচ পাওয়ারফুল ব্যাটারি।

এছাড়াও আরও রয়েছে ডিজিটাল ক্যামেরা, সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি কার্ড সাপোর্ট, এফএম রেডিও, ২.০ মাইক্রো ইউএসবি, ব্লুটুথ, ৩.৫ মিমি জ্যাক ইত্যাদি। ওয়ালটন অলবিও এমএম৩০ মোবাইল ফোনটির দাম বর্তমানে ১২০০ টাকা।

Itel it2171

৫০০ টাকায় বাটন মোবাইল

 

Itel it2171: আজকের ৫০০ টাকায় বাটন মোবাইল এর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আইটেল ব্র্যান্ডের আইটেল আইটি২১৭১ মোবাইল ফোনটি। ২০১৯ সালে এই মোবাইল ফোনটি বাজারে আসে। বর্তমানে এই মোবাইল ফোনটির দাম ১১৯০ টাকা। প্লাস্টিক বডির এই মোবাইল ফোনটি বর্তমানে স্কাই ব্লু এবং ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে।

এই মোবাইল ফোনে ৯০০ / ১৮০০ মেগাহার্জের ২জি নেটওয়ার্ক সিস্টেমের পাশাপাশি, ১.৭৭ ইঞ্চির টিএফটি ১২০×১৬০ পিক্সেল রেজোলিউশনের ডিসপ্লে রয়েছে। এছাড়াও রয়েছে ০.০৩ মেগাপিক্সেলের পেছনের ক্যামেরা এবং লিথিয়াম আয়ন ১০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি।

আইটেল আইটি২১৭১ মোবাইল ফোনে আরও রয়েছে এলইডি ফ্ল্যাশ, ব্লুটুথ, সর্বোচ্চ ১২৮ জিবি মেমোরি সমর্থন, ১ মেগাহার্জ প্রসেসর, মাইক্রো ইউএসবি, অটো কল রেকর্ড, এফএম রেডিওসহ আরও অনেক ধরনের ফিচার।

আরো দেখুন: ১০ হাজার টাকার মধ্যে দুর্দান্ত ক্যামেরা ফোন ২০২৪

Maximus m82

৫০০ টাকায় বাটন মোবাইল

 

Maximus m82: আজকের ৫০০ টাকায় বাটন মোবাইল এর লিস্টের তৃতীয় স্থানে রয়েছে ম্যাক্সিমাস ব্র্যান্ডের m82 মডেলের বাটন মোবাইল ফোনটি। এই বাটন মোবাইল ফোনটি সর্বপ্রথম ২০১৫ সালে লঞ্চ করা হয়েছিল। কম দামের হওয়া সত্ত্বেও এই বাটন মোবাইল ফোনটি দেখতে অনেক চমৎকার। ম্যাক্সিমাস m82 মোবাইল ফোনটির দাম মাত্র ৮০০ টাকা।

ম্যাক্সিমাস ব্র্যান্ডের এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি শক্তিশালী 750 mAh ব্যাটারি। যা কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা চার্জিং ব্যাকআপ দিতে পারে। এছাড়াও এই বাটন মোবাইল ফোনটিতে আপনারা সর্বোচ্চ ১৬ জিবি মেমোরি ব্যবহার করতে পারবেন।

ম্যাক্সিমাস m82 মোবাইল ফোনটির পেছনে রয়েছে একটি 0.3 মেগাপিক্সেলের ভিডিও ক্যামেরা। এছাড়াও রয়েছে ব্লুটুথ সাপোর্ট, MP3, WAV, WMA, AAC অডিও, এবং এফএম রেডিও। এই বাটন মোবাইল ফোনটিতে রয়েছে ১.৮ ইঞ্চি এর qvga ডিসপ্লে।

Maximus M79

৫০০ টাকায় বাটন মোবাইল

 

Maximus M79: আজকের ৫০০ টাকায় বাটন মোবাইল এর তালিকার চতুর্থ নম্বরে রয়েছে ম্যাক্সিমাস ব্র্যান্ডের ম্যাক্সিমাস এম79 মোবাইল ফোনটি। এই ফোনটি ২০১৬ সালে প্রকাশিত হয়। ফোনটিতে রয়েছে ৩২ মেগাবাইট র‍্যাম ও ১৬ গিগাবাইট মেমোরি স্লট এবং আরও রয়েছে ০.৩ মেগাপিক্সেল ভিডিও রেকর্ডিং ব্যাক ক্যামেরা।

ফোনটির ডিসপ্লে প্যানেলে রয়েছে ১.৭৭ ইঞ্চি আকারের সুন্দর ডিসপ্লে। এবং ব্যাটারি প্যানেলে আছে ১০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি, যা আপনাকে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা চার্জিং ব্যাকআপ প্রদান করবে। ম্যাক্সিমাস এম79 মোবাইল ফোনটির দাম মাত্র ৯৯০ টাকা।

এছাড়াও এই বোতাম মোবাইল ফোনটিতে রয়েছে ফ্ল্যাশ লাইট, অডিও ও ভিডিও রেকর্ডিং সুবিধা, ব্লকলিস্ট, ব্লুটুথ, মাইক্রো ইউএসবি পোর্ট, এফএম রেডিও ইত্যাদি।

আরো দেখুন: ২০ হাজার টাকার মধ্যে সেরা গেমিং ফোন

itel 2590

৫০০ টাকায় বাটন মোবাইল

 

itel 2590: আইটেল ফোনটি বাজারে অল্প দিন ধরে চালু থাকলেও বাংলাদেশে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। এর কারণ হলো, এই ফোনটির দাম কম কিন্তু দেখতে সুন্দর। ফলে এর চাহিদাও দিন দিন বাড়ছে। আইটেল ফোনগুলো বিভিন্ন রঙের পাওয়া যায় বাজারে। আপনি আপনার পছন্দের রঙ সিলেক্ট করে ফোনটি কিনে নিতে পারবেন যেকোনো দোকান থেকে। আইটেল ফোনটির মডেল হবে আইটেল২৫৯০। এর ডিসপ্লে হবে ২.২ ইঞ্চি। র‍্যাম হবে ৩২ এমবি এবং রম হবে ৩২ এমবি। ক্যামেরা হবে ০.০৮ মেগাপিক্সেল। ব্যাটারি ব্যাকআপ দেবে ১৯০০ মিলিঅ্যাম্পিয়ার। মোবাইল ফোনটির দাম হবে মাত্র ১০০০ টাকা।

Symphony d92

৫০০ টাকায় বাটন মোবাইল

 

Symphony d92: সিম্ফনি ডি৯২, এই মোবাইল ফোনের ফিচারও বেশ সুন্দর। দাম কম কিন্তু চাহিদা আছে বাজারে মানুষের মাঝে। এই ফোনটি ব্যবহার করাও খুব সহজ। ২০২১ সালের নভেম্বর মাসে বাংলাদেশের মোবাইল বাজারে এটি লঞ্চ করা হয়। মোবাইল ফোনটির ডিসপ্লে ২.৪ ইঞ্চি। র‍্যাম ৪ এমবি। রম হচ্ছে ৩ এমবি। ক্যামেরা হচ্ছে ০.৩ মেগাপিক্সেল। ব্যাটারি ব্যাকআপ দিবে ২০০০ মিলিঅ্যাম্পিয়ার। মোবাইল ফোনটির দাম হবে ৯৫০ টাকা।

Intex Eeo105x

৫০০ টাকায় বাটন মোবাইল

 

Intex Eeo105x: এই ফোনটিও দেখতে খুব সুন্দর। এবারের মোবাইলটির দামও কম। বাটন মোবাইলটির ফিচারও খুব ভালো। আর বাজারে মোবাইল ফোনটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। ২০২১ সালের মার্চ মাসে বাংলাদেশের মোবাইল বাজারে এটি লঞ্চ করা হয়। মোবাইল ফোনটির মডেল হচ্ছে ইন্টেক্স ইও১০৫এক্স। মোবাইল ফোনটির ডিসপ্লে ১.৮ ইঞ্চি। র‍্যাম ৩২ এমবি। ব্যাটারি ব্যাকআপ দেবে ১০৫০ মিলি এম্পিয়ার। মোবাইল ফোনটির দাম ৭৫০ টাকা।

এতক্ষণ আপনাদের মাঝে ৫০০ টাকা থেকে ১০০০ টাকার মধ্যে মোবাইল ফোন সম্পর্কে কিছু তথ্য প্রদান করার। জানি না কতটুকু দিতে পেরেছি, তবে এর মধ্যে ভুল-ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের দেওয়া তথ্যটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।

1 Comment

Comments are closed