আমাদের হাতে যদি একটি স্মার্টফোন থাকে আর সেটাতে টিকটক একাউন্ট নেই এমন মানুষ মনে খুব কমই খুঁজে পাওয়া যাবে। আমরা আমাদের অবসর সময়ের বেশিরভাগ সময়টা টিকটক ভিডিও দেখে পার করে দেই ঠিকই কিন্তু কখনো কি এটা ভেবেছেন যে’, টিকটক ভিডিও ডাউনলোড করা যায় কিনা? হ্যাঁ আপনি ঠিকি শুনেছেন Tiktok video download করা যায়। আর সেটা কি ভাবে করবেন সেই প্রসেসটা আজ আমরা আপনাকে দেখাবো। তো চলুন জেনে নেয়া যাক কিভাবে আমরা Tiktok video download করবো।
টিকটক অ্যাপ থেকেই যে কোন ভিডিও ডাউনলোডের অপশন থাকলেও সেই ভিডিওতে টিকটক লোগো ওয়াটারমার্কটা থাকে আর এ কারণে আমরা টিকটক থেকে কোনো ভিডিও ডাউনলোড দিতে চাইনা। যদিও ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করার উপায় রয়েছে। ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোড করতে পাবলিক একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যে ব্যক্তি ভিডিও পোস্ট করেছেন তিনি অন্যদের ভিডিও ডাউনলোডের অনুমতি দিলেই কেবলমাত্র টিকটক থেকে ভিডিও ডাউনলোড করা যাবে।
Tiktok video download করার উপায়
iPhone ও Android গ্রাহকরা টিকটক অ্যাপ থেকে যে কোন ভিডিও ডাউনলোড করতে নিচের পদ্ধতি অনুসরণ করে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন:
টিকটক অ্যাপটি ওপেন করে যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিও’র ডান দিকে একটু খেয়াল করলে নিচে শেয়ার আইকন দেখতে পাবেন। আপনাকে Share আইকনে ট্যাপ করে Save Video সিলেক্ট করে একটু অপেক্ষা করার পর ভিডিওটি আপনার ফোনের স্টোরেজে সেভ হয়ে যাবে। কিন্তু এই উপায়ে টিকটক ভিডিও ডাউনলোড করলে ভিডিওতে ওয়াটারমার্ক থাকবে।
আরও পড়ুন: রবি ইন্টারনেট অফার ২০২৪ কোড
ওয়াটারমার্ক ছাড়া Tiktok video download করবেন কীভাবে?
অফিশিয়াল অ্যাপ থেকে ডাউনলোড করা টিকটক ভিডিওতে একটি বিশাল ওয়াটারমার্ক থাকে যা অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বা অনেকের ভালো লাগে না। তাই এক নজরে ওয়াটারমার্ক ছাড়া টিকটক ভিডিও ডাউনলোডের উপায় দেখে নিন।
- আপনার কম্পিউটার অথবা মোবাইল থেকে যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা ওপেন করুন।
- ফোনে Share বাটন সিলেক্ট করে Copy Link সিলেক্ট করুন। কম্পিউটার থেকে ওপেন করলে ব্রাউজারের অ্যাড্রেস বার থেকে URL কপি করুন।
- তারপর এই ওয়েবসাইটটি www.musicallydown.com ওপেন করে টিকটক ভিডিওর লিঙ্ক পেস্ট করুন। search box > keep থেকে Video with Watermark ডিজেবল করে Download অপশন সিলেক্ট করুন।
- এবার Download mp4 সিলেক্ট করে Download Video Now সিলেক্ট করতে করুন।
- এছাড়াও https://ssstik.io/en ওয়েবসাইট ওপেন করে টিকটক ভিডিও লিঙ্ক পেস্ট করে সবুজ Download বাটন সিলেক্ট করুন।
- পরের স্ক্রিনে Download mp4 ট্যাপ করে একটু অপেক্ষা করুন। এর পরে Download File সিলেক্ট করুন।
- উপরের দুটি ওয়েবসাইট থেকে টিকটক ভিডিও ডাউনলোড করতে না পারলে https://snaptik.app/ ওয়েবসাইটে ফিয়ে টিকটক ভিডিও লিঙ্ক পেস্ট করুন। তার পরে ‘Get Video’ বাটনে ট্যাপ করুন।
- এখানে No watermark অপশনে সিলেক্ট করুন। তারপরে Download video সিলেক্ট করে ভিডিওটি ডাউনলোড করে ফেলুন।
- একটুপর আপনার ফোনের স্টোরেজে গিয়ে ভিডিওটি ওপেন করে দেখবেন কোনো watermark নেই।
এভাবেই আপনি টিকটক থেকে যেকোনো ভিডিও ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া।