আসলামু আলাইকুম প্রিয় পাঠক আজ আমি আলোচনা করবো ওয়েবসাইট কি বা ওয়েবসাইট কাকে বলে। আমরা অনেকেই হয়তো জানি ওয়েবসাইট কি কিংবা ওয়েবসাইট আমরা কেনই ব্যবহার করি। ধরুন আপনার একটি বিজনেজ আছে হোক সেটা যেকোনো বিষয়ে ,এখন আপনি যদি সেই ব্যাবসার প্রচার অনলাইন প্লাটফর্মে করতে চান কিংবা আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনার একটি ওয়েবসাইট থাকা উচিত। কেননা বর্তমান যুগে ওয়েবসাইট থাকাটা প্রত্যেক ব্যাবসার জন্য গুরুত্বপূর্ণ। তো চলুন কথা না বাড়িয়ে ওয়েবসাইট কি বা ওয়েবসাইট কাকে বলে সে বিষয়ে আলোকপাত করা যাক।
ওয়েবসাইট কি
ওয়েবসাইট হল কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট অ্যাক্সেস করা যায়। ওয়েব পৃষ্ঠা মূলত একটি এইচটিএমএল ডকুমেন্ট, যা এইচটিটিপি প্রোটোকলের দ্বারা ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলিকে সমষ্টিগতভাবে “ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব” নাম দেয়া হয়েছে। সহজ কোথায় বলতে গেলে, ডোমেইন এর মাধ্যমে দর্শন যোগ্য ওয়েব সার্ভারে জমা রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য তথ্যের একককে ওয়েবসাইট বা সাইট বলা হয়ে থাকে।
ওয়েবসাইট কেন প্রয়োজন ?
আপনি যদি আপনার নিজস্ব আইডিন্টিটি এবং আপনার ব্যবসা বা প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ওয়েবসাইটের কোনো বিকল্পই নেই।
ওয়েবসাইট ছাড়া আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা বিশ্ববেপী প্রচার সম্ভব নয়। তাই আপনার প্রয়োজন এমন একটি মাধ্যম যা আপনার বার্তা বা পণ্য পৌঁছে দিবে পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত। আপনার এই প্রয়োজন পুরো করতে পারে একটি ওয়েবসাইট, যাতে থাকবে আপনার সংস্থার পরিচিতি ,কাজের ধরণ, কোয়ালিটি, ক্লাইন্টস রিভিউ, অর্ডার ওয়ে ,এবং কমিউনিকেশন মাধ্যম সহ আরো অনেক কিছু, যা আপনার সম্পূর্ণ চাহিদা মানুষের মাঝে তুলে ধরতে সক্ষম হবে। তাই ব্যাপনার একটি ওয়েবসাইট থাকা আবশ্যক বলে আমি মনে করি কারণ এর দ্বারা আপনার প্রতিষ্ঠান পরিচিতি পাবে পুরো বিশ্বজুড়ে। এছাড়াও আপনি এর মাধ্যমে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে অনেক বেশি ইনকাম করতে পারবেন।
আরও পড়ুন: পাসওয়ার্ড ছাড়া কিভাবে wifi কানেক্ট করবেন
কাদের জন্য ওয়েবসাইট ?
ওয়েবসাইট তাদের জন্যই উপকারী যারা চায় তাদের পরিচিতি/ব্যবসা বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ুক। বর্তমান যুগে ওয়েবসাইট ছাড়া ব্যবসা বা ব্যাক্তি পরিচিতি প্রসার ঘটানো অকল্পনীয়। কারণ এ ওয়েবসাইট সকল মানুষের হাতের নাগালেএবং এই বিশ্বস্ততা অর্জনের বড় একটি মাধ্যম হল ওয়েবসাইট।
ওয়েবসাইটের প্রকার :
সাধারণত মানুষের প্রয়োজনভেদে ওয়েবসাইট কয়েক রকমের হতে পারে। নিচে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:
ব্যাক্তিগত ওয়েবসাইটঃ
ব্যাক্তিগত ওয়েবসাইট হল যে ওয়েবসাইটটিতে শুধুমাত্র আপনার ব্যক্তিগত তথ্য থাকবে, যেমন ধরুন আপনার কিছু ছবি নিয়ে একটি ফটো গ্যালারী, আপনার অভিজ্ঞতা বা আপনার কর্মক্ষেত্রের কিছু তথ্য সম্পর্কিত একটি ক্যাটেগরি থাকবে, আপনার ভালোলাগা, খারাপ লাগা, সকল কিছুই থাকবে সেই ওয়েবসাইটে। এরকম ওয়েবসাইট সাধারণত মানুষেরা বানায় শুধুমাত্র তাদের ব্যক্তিত্ব পরিচয় কে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য।
সামাজিক ওয়েবসাইটঃ
সামাজিক ওয়েবসাইট হল এমন একটি ওয়েবসাইট যা দিয়ে সমাজের বিভিন্ন সোসাইটির বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ক্যাটাগরির মানুষ একসাথে তাদের যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে পারে। যেমন ফেসবুক, টুইটার,ইনস্টাগ্রাম ইত্যাদি এ সকল সাইটকে সামাজিক ওয়েবসাইট বলা হয়।
ব্যবসায়িক ওয়েবসাইটঃ
ব্যবসায়িক ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট ধরুন আপনার একটি স্থানীয় ব্যবসা রয়েছে আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার সেই ব্যবসাকে প্রচার-প্রসার করার জন্য যে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেটি হচ্ছে আপনার ব্যবসায়িক ওয়েবসাইট। এর মাধ্যমে আপনার ব্যবসাকে কয়েক গুন বৃদ্ধি করতে পারবেন পারে।
প্রশ্ন উত্তর বিষয়ক ওয়েবসাইটঃ
প্রশ্ন উত্তর বিষয়ক ওয়েবসাইট বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সেটা আমরা এই ওয়েবসাইটগুলোর দিকে তাকালে বুজতে পারি যেমন ইয়াহু এনসার, কোরা এগুলো হলো প্রশ্নোত্তর বিষয়ক ওয়েবসাইট।
আরও পড়ুন: ইমু সফটওয়্যারে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়
নিউজপেপার ওয়েবসাইটঃ
নিউজপেপার ওয়েবসাইট হলো এমন একটি ওয়েবসাইট ধরুন আপনি যে এরিয়াতে বসবাস করছেন বা আপনি যে দেশে বসবাস করছেন তার আশেপাশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে বানানো ওয়েবসাইটগুলি হলো নিউজপেপার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার স্থানীয়, দেশ বা আন্তর্জাতিক খবর প্রচার করতে পারবেন যেকোনো সময় যেকোনো জায়গা থেকে।
ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন?
ওয়েবসাইট তৈরি করতে আপনাদের প্রয়োজন পড়বে ডোমেইন এবং হোস্টিং, এই দুই জিনিসের মাধ্যমে আপনার আপনাদের জন্য কাঙ্খিত বানাতে পারবেন।
তবে আপনার বার্তার আকৃতি প্রদান করতে প্রয়োজন html ,CSS সহ আরো অনেক কিছু যা জানা এবং শিখা ওয়েবডেভেলপার ছাড়া অন্যদের জন্য কষ্টসাধ্য। তাই আপনার ওয়েবসাইট তৈরি করতে শরণাপন্ন হতে হবে একজন অভিজ্ঞ ওয়েবডেভেলপারের কাছে। যেহেতু সচারচর অভিজ্ঞ ওয়েবডেভেলপার পাওয়া সহজসাধ্য বিষয় নয় ,তাই আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো ওয়েব কোম্পানির সাথে যোগাযোগ করাই শ্রেয়। যারা আপনার সাইটটি সযত্নে স্বল্প সময়ে স্বল্প খরচে তুলে দিবে আপনার হাতে।
তাই আর দেরি না করে এখনি আর দেরি কেন? আপনার প্রিয় প্রতিষ্ঠানটির প্রচার এবং আপনার ব্যবসা প্রচার বাড়াতে আজই শুরু করুন।
আজকের আর্টিকেলটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে ভুলবেন না আর হ্যা পারলে পোস্টটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে