ইমু সফটওয়্যারে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়

ইমু সফটওয়্যার । ইমুতে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়

স্মার্টফোন ব্যবহার করেন অথচ ইমু ব্যবহার করেন না এমন মানুষ খুব কমে আছে কারণ ইমুতে অডিও – ভিডিও কলে কথা বলা, ভয়েস চ্যাট কিংবা ম্যাসেজ করা যাই বলুন না কেন সবই হয়। বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা এই ইমু বেশি ব্যবহার করেন কারণ তাদের কাছে ইমু ব্যবহার করাটা অনেকটা ইজি মনে হয়। আর তাই আমাদের বাংলাদেশে ইমু এত জনপ্রিয়।

ইমু সফটওয়্যারে বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করার উপায়

বর্তমানে ইমু সফটওয়্যার শুধু কথা বলা আর মেসেজ আদান-প্রদান করার জন্যই নয়, তারা তাদের জনপ্রিয়তা ধরে রাখার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরণের নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে। আর তাই তাদের ব্যবহারকারীর সংখ্যাও প্রতিনিয়ত বেড়ে চলেছে এবং এর ব্যবহারের সুবিধাও অনেক তা আমরা সবাই জানি। তবে এই ইমু অ্যাপস ব্যবহার করা যেমন সুবিধা আবার তেমনি এর যন্ত্রণারও শেষ নেই! যেখানে সেখানে অত্যাধিক বিজ্ঞাপন আর অহেতুক নোটিফিকেশনের যন্ত্রণায় ইচ্ছে করেনা আর ইমু সফটওয়্যার ব্যবহার করতে। তবে বন্ধু-বান্ধব, আত্নীয় সজন ও পরিচিতদের সাথে যোগাযোগ রক্ষার্থে যন্ত্রণা সহ্য করেই ব্যবহার করে যেতে হয় এই ইমু সফটওয়্যারটি।

আপনি ইমু সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করেন কিংবা ইমু বেটা সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করেন না কেন সমস্যায় আপনাকে পড়তেই  হবে। ইমোতে আসা এসব বিরক্তিকর বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশন বন্ধ করার দুটি উপায় রয়েছে। আর তা হলো- টাকা খরচ করে প্রিমিয়াম মেম্বার হওয়া অথবা বিনা খরচে নতুন ইমু ডাউনলোড করে ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন বন্ধ করা।

চলুন এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক —

প্রিমিয়াম মেম্বার হওয়ার মাধ্যমে ইমুর বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম:

আপনি যদি আপনার ইমু একাউন্টটিতে কোনো বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশন দেখতে না চান তাহলে আপনাকে তাদের প্রিমিয়াম মেম্বার হতে হবে। মানে প্রিমিয়াম প্যাকজেটি পার্সেস করতে হবে।

আরও পড়ুন: ভার্চুয়াল রিয়েলিটি কি

আর এর জন্য প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে প্রদান করতে হবে। আপনি যদি তাদের প্রিমিয়াম মেম্বার হতে চাই তাহলে তারা আপনাকে প্রতি মাসে ৩.৭৯ সৌদি রিয়াল পে করতে বলে। যা বাংলাদেশের টাকায় দাঁড়ায় ৮৫ টাকারও বেশি। প্রতি মাসে এতো টাকা খরচ করে আপনি যদি প্রিমিয়াম মেম্বার হোন তাহলে তারা আপনাকে যেসকল সুবিধাসমূহ প্রদান করবে, সেগুলো হলো,

  • তারা তাদের বিজ্ঞাপনগুলো দেখানো বন্ধ করে দেবে।
  • তারা আপনাকে ২৫ জিবি ক্লাউড স্টোরেজ প্রদান করবে।
  • সাধারণ ইমুতে আপনার প্রফাইলটি শেষ ৭ দিনে কে কে ভিজিট করেছে তা দেখা যায়। তবে প্রিমিয়াম মেম্বার হলে শেষ ৩০ দিনের কিংবা আরো বেশি দিনের তথ্য দেখতে পারবেন যেকোনো সময়।
  • আপনাকে তারা প্রিমিয়াম মেম্বার ব্যাজ প্রদান করা হবে।
  • এবং প্রিমিয়াম কন্টাক্ট কার্ড দেওয়া হবে।

এসকল সুবিধার পাশাপাশি পরবর্তীতে তারা আরো বিভিন্ন সুবিধা যুক্ত করতে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

ইমু লাইট ব্যবহার করার মাধ্যমে ফ্রিতে বিজ্ঞাপন বন্ধ করার নিয়ম

আপনি যদি টাকা খরচ না করে ইমুর প্রিমিয়াম প্যাকেজ এর সুবিধা নিয়ে বিরক্তিকর বিজ্ঞাপন ও অহেতুক নোটিফিকেশনের হাত থেকে রক্ষা পেতে চান তাহলে আপনাকে আপনার বর্তমান ইমু বা ইমু বেটা অ্যাপ্লিকেশন ব্যবহার বন্ধ করে দিয়ে ইমু লাইট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। তাহলে আপনার ইমু ব্যবহার করার সময় বিরক্তিকর বিজ্ঞাপন দেখতে হবে না। ইমু লাইট হচ্ছে ইমু কোম্পানির আরো একটি সফটওয়্যার। তবে আগেই বলে রাখি, ইমু লাইট অ্যাপ্লিকেশনে আপনি ইমু বা ইমু বেটার সবগুলো ফিচার পাবেন না। তবে ইমুতে আপনার উদ্দেশ্য যদি থাকে অডিও-ভিডিও কলে কথা বলা, মেসেজ আদান-প্রদান, ভয়েস চ্যাট করা, স্টোরি অপশনটি ব্যবহার ও ইমু গ্রুপ ব্যবহার করা তাহলে ইমু লাইট অ্যাপ্লিকেশনটি আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।

আরও পড়ুন: ন্যানো টেকনোলজি কি ?

আর এর জন্য আপনাকে গুগলে গিয়ে ‘Imo lite apk’ লিখে সার্চ করতে হবে। প্রথমে যে লিংকটি দেখতে পাবেন আপনি সেই লিংকটিতে প্রবেশ করে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে নিতে হবে অথবা সরাসরি (Imo lite apk) এখান থেকে ডাউনলোড করে নিন এবং ইমু লাইট অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন। এরপর আপনার ইমু নাম্বার দিয়ে পিন ভেরিফিকেশনের মাধ্যমে একাউন্টটি লগিন করে নিন। আরেকটি কথা না বললেই নয়, তা হলো আপনি যদি পূর্বে ব্যবহৃত ইমু নাম্বার দিয়ে ইমু লাইটে একাউন্ট খুলে থাকেন তাহলে আপনার পূর্বে ব্যবহৃত ইমু একাউন্টের কোনো ডেটা কিংবা কন্টাক্ট হারাবে না। তাই পুরনো ইমু  এপসটি আনস্টল দিয়ে নিশ্চিন্তে ইমু লাইট অ্যাপসটি ব্যবহার করতে পারেন।

প্রিয় পাঠক বন্ধুরা আমাদের আজকের আর্টিকেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর যদি একটু সময় পান তাহলে পোস্টটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন , ধন্যবাদ।

Bangladesh